Sylhet Today 24 PRINT

চীনের সঙ্গে বৈঠকে গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু

সিলেটটুডে ডেস্ক |  ২৭ মে, ২০২৩

প্রতীকী ছবি

পররাষ্ট্র সচিব পর্যায়ের ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকে বসছে বাংলাদেশ ও চীন।

দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নের জন্য শনিবার (২৭ মে) ঢাকায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

ঢাকার পক্ষে এফওসিতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং বেইজিংয়ের পক্ষে ভাইস মিনিস্টার সান ওয়েইডং নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেবেন।

এদিকে, চীন তার ‘গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে (জিডিআই)’ বাংলাদেশকে যুক্ত করতে চায়। এরই মধ্যে চীন এ সংক্রান্ত একটি সমঝোতার খসড়া পাঠিয়েছে। বাংলাদেশ ওই খসড়া পরীক্ষা-নিরীক্ষা করছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার সান ওয়েইডেং শুক্রবার রাতে ঢাকায় এসেছেন।

সূত্র জানায়, পররাষ্ট্রসচিব পর্যায়ের আলোচনার মধ্যে রোহিঙ্গা গুরুত্ব পাবে। রোহিঙ্গা সংকট সমাধানে চীন বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে মধ্যস্থতা করছে। চীনের সহযোগিতায় দুই দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে পাইলট উদ্যোগ নিয়েছে।

আরেকটি সূত্র জানায়, এ বছরের মধ্যে বাংলাদেশ থেকে উচ্চপর্যায়ের রাজনৈতিক সফরের বিষয়ে আগ্রহী চীন। এবার হয়তো সেটির একটি আমন্ত্রণ জানানো হতে পারে।

রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে সান ওয়েইডেংয়ের। সবকিছু ঠিক থাকলে এবার হয়তো উচ্চপর্যায়ের রাজনৈতিক সফরের জন্য আমন্ত্রণপত্রও দিতে পারে বেইজিং।

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে প্রধানমন্ত্রী সর্বশেষ চীন সফর করেছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.