Sylhet Today 24 PRINT

শ্যামলীর ভবনের ১৯ তলা থেকে একটি লাশ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ০২ জুন, ২০২৩

ছবি: সংগৃহীত

রাজধানীর শ্যামলীর মিরপুর রোডে ২০ তলা রূপায়ণ শেলটেক ভবনের ১৯ তলা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মৃতের নাম রাশেদুজ্জামান। তার বাড়ি দিনাজপুর। তিনি ওই ভবনে ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে কাজ করতেন, ঘুমাতেন ১৯ তলায়।

ফায়ার সার্ভিস কর্মীরা ধারণা করছেন, ধোয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে তিনি মারা গিয়ে থাকতে পারেন।

এ ঘটনায় ভবনে আটকা পড়া ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৫ জন নারী ও ১৮ জন পুরুষ।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনাস্থলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, তাদের ধারণা ভবনের ডার্ক লাইনে শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। পরবর্তীতে আগুন তার বেয়ে ওপরের দিকে উঠে গেছে।

মরদেহ উদ্ধারে বিষয়ে জানা যায়, সপ্তম তলায় আগুনের সূত্রপাত হলেও ১৯ তলা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ফ্লোরে নিপা ফার্মাসেটিক্যালস ও ডেটা সফটওয়্যার নামে দুটি প্রতিষ্ঠানের অফিস রয়েছে। এই ফ্লোরে মরদেহটি পড়ে ছিল। তবে মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।

এদিকে শ্যামলীর মিরপুর রোডে ২০ তলা রূপায়ণ শেলটেক ভবনের আগুন প্রায় আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার বলেন, রাত ২ টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কাজ করতে হয়েছে ১৮টি ইউনিটকে।

বৃহস্পতিবার রাত ১১টা ২৫ মিনিটে ভবনটির ৭ তলাতে আগুন লাগে। ১১টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ইউনিট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.