Sylhet Today 24 PRINT

জাতিসংঘ মধ্যস্থতা করলে বিএনপির সঙ্গে বৈঠকে রাজি আ. লীগ

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জুন, ২০২৩

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, জাতিসংঘ মধ্যস্থতা করলে বিএনপির সঙ্গে বৈঠকে বসতে রাজি আওয়ামী লীগ।

আ. লীগের নেতৃত্বাধীন ১৪ দলের এই সমন্বয়ক ও মুখপাত্র বলেছেন, "সুষ্ঠু নির্বাচনে বাধা কোথায় এবং কীভাবে সেটা নিরসন করা যায় তা বিএনপির সঙ্গে আলোচনার মধ্য দিয়েই সুরাহা হতে পারে।"

মঙ্গলবার (৬ জুন) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ১৪ দলের সমাবেশে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, এর আগে দুই দল – আওয়ামী লীগ ও বিএনপিকে আলোচনায় বসতে ভূমিকা রেখেছিল জাতিসংঘ। আজকেও প্রয়োজনে জাতিসংঘের পক্ষ থেকে প্রতিনিধি আসুক। "আমরা বিএনপির সঙ্গে মুখোমুখি বসে আলোচনা করে দেখতে চাই সুষ্ঠু নির্বাচন করার বাধা কোথায়? কিভাবে সেটা নিরসন করা যায়।"

আলোচনার মাধ্যমেই সমাধানে পৌঁছানো যাবে, অন্য উপায়ে নয় – উল্লেখ করে আমু বলেছেন,  যারা নির্বাচনে বাধা সৃষ্টি করতে চান, অসাংবিধানিক কোনো পরিস্থিতি আনতে চান, তাদেরকে প্রতিহত করা হবে।

একই কর্মসূচিতে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, যুক্তরাষ্ট্রের ভিসানীতি দুরভিসন্ধিমূলক। মার্কিন ভিসা নীতির কারণে যদি সুষ্ঠু নির্বাচন হয়, তবে বিএনপিকে বলব, সাহস থাকলে সেই নির্বাচনে আপনারা আসেন।

সভায় আওয়ামী লীগ ও ১৪ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.