Sylhet Today 24 PRINT

আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে অালাউদ্দিন সঙ্গীতাঙ্গন

সিলেটটুডে ডেস্ক |  ১৭ জানুয়ারী, ২০১৬

মাদ্রাসা ছাত্রদের হামলা ও অগ্নিসংযোগে নিশ্চিহ্ন হয়ে যাওয়া ব্রাহ্মণবাড়িয়ার ‘দি অালাউদ্দিন সঙ্গীতাঙ্গণ’ আগের অবস্থায় ফিরিয়ে অানতে সরকার উদ্যোগ নেওয়া হবে।

রোববার (১৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ধ্বংসযজ্ঞের শিকার ব্রাহ্মণবাড়িয়ার দি অালাউদ্দিন সঙ্গীতাঙ্গণ পরিদর্শনকালে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত অালী লাকী এ কথা বলেন।

তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার এ ঘটনাটি অামাদের জাতীয় সংস্কৃতির উপর বড় ধরণের অাঘাত বলে বিবেচিত হবে। মূল ঘটনার সঙ্গে কোনোভাবেই ওস্তাদ অালাউদ্দিন খাঁ সম্পৃক্ত নন, তবু কেন এ প্রতিষ্ঠানের উপর হামলা হলো? খুব সহজভাবে এ ঘটনা বিবেচনার সুযোগ নেই।

লাকী সাংবাদিকদের বলেন, ওস্তাদ অালাউদ্দিন খাঁর অাজীবন কষ্টের সাধনা অামাদের গর্বের জায়গায় নিয়ে এসেছে। তিনি ভারতীয় শাস্ত্রীয় সংগীতের তৃতীয় ধারার মহানায়ক ছিলেন। তার প্রতিষ্ঠানের উপর হামলার ঘটনাটি অামাদের তীব্রভাবে উদ্বিগ্ন করে।

এ সময় সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মশিউর রহমান বলেন, এই হামলাটি মুক্তবুদ্ধি চর্চার উপর অাঘাত। সংস্কৃতি হলো সভ্যতার পরিচয়। এর উপর যারা হামলা করেছে, তারা কোনোভাবেই সভ্য বলে দাবি করতে পারে না।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, জেলা অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক অাল মামুন সরকার, দি অালাউদ্দিন সঙ্গীতাঙ্গণের সম্পাদক অাব্দুল মান্নান সরকার প্রমুখ ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.