Sylhet Today 24 PRINT

করোনা লন্ডনে আমার জন্যে সুযোগ হয়ে আসে: সাইফুজ্জামান এমপি

সিলেটটুডে ডেস্ক |  ০২ মার্চ, ২০২৪

ছবি : ফোকাস বাংলা

সদ্য সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ এমপি যুক্তরাজ্যের লন্ডনে নিজের ব্যবসা ও সম্পদ থাকার কথা স্বীকার করেছেন। তবে তার দাবি তিনি বাংলাদেশ থেকে তিনি কোন টাকা বিদেশে নেননি।

করোনা মহামারি তার জন্যে সুযোগ হয়ে আসে দাবি করে বাংলাদেশের এই সংসদ সদস্য বলেছেন, করোনার সময় লন্ডনে ঝুঁকি নিয়ে তিনি লাভবান হয়েছেন।

শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে চট্রগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলি) আসন থেকে নির্বাচিত এ সংসদ সদস্য এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘আমার বাবা ১৯৬৭ সাল থেকে লন্ডনে ব্যবসা করেছেন। আমি নিজে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করে ১৯৯১ সাল থেকে সেখানে ব্যবসা করছি। এরপর আমি লন্ডনে ব্যবসা সম্প্রসারণ করেছি।’

নির্বাচনী হলফনামায় বিদেশে সম্পদ থাকার কথা গোপন করার বিষয়ে সাবেক এ ভূমিমন্ত্রী বলেন, ‘হলফনামা পুরোপুরি বাংলাদেশের আয়কর রিটার্নের ওপর ভিত্তি করে দেয়া হয়। এতে বিদেশে সম্পদের তথ্য দেয়ার আলাদা কোনো ছক নেই।’

তিনি বলেন, ‘বিদেশে আমার আলাদা আয়কর নথি আছে। আর বিদেশে যে সম্পদ আছে, এর পেছনে ব্যাংক ঋণও আছে।’

মন্ত্রী থাকার সময় লন্ডনে ব্যবসার ব্যাপক সম্প্রসারণের বিষয়ে সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘করোনা মহামারি আমার জন্য সুযোগ হয়ে আসে। সে সময় লন্ডনে বাড়ির দাম পড়ে যায়। ব্যাংক ঋণের সুদও কমে যায়। সেসময় ঝুঁকি নিয়ে আমি লাভবান হয়েছি।’

‘মন্ত্রী থাকার সময় তার মন্ত্রণালয়ে এক টাকার দুর্নীতিও হয়নি’ দাবি করে তিনি বলেন, ‘প্রয়োজনে উচ্চ পর্যায়ের তদন্ত দল গঠন করে তদন্ত হতে পারে।’

তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারলে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

নিজেকে ‘আগে ব্যবসায়ী, পরে রাজনীতিক’ উল্লেখ করে সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘নিজের নামে সম্পদ করেছি জেনেবুঝে। কারণ, আমার সন্তানদের তখন মালিক হওয়ার মতো বয়স ছিল না। আমার বিদেশের সম্পদের পরম্পরা (ট্রেইল আছে) আছে। সুতরাং, নিজের নামে সম্পদ করেছি জেনেই।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.