Sylhet Today 24 PRINT

রমজানে ১৫ টাকা কেজিতে চাল পাবে ৫০ লাখ পরিবার

সিলেটটুডে ডেস্ক |  ০৪ মার্চ, ২০২৪

এবার রমজান উপলক্ষে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সাশ্রয়ী দামে ৫০ লাখ পরিবারের কাছে চাল বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এই ৫০ লাখ পরিবারের মধ্যে মোট দেড় লাখ টন চাল বিতরণ করা হবে। প্রতিকেজি চালের দাম পড়বে ১৫ টাকা।

সোমবার (৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

খাদ্যমন্ত্রী বলেন, ‘১ মার্চ থেকেই লিফটিং (ডিলারদের চাল উঠাতে) করতে বলেছি। ১০ মার্চের মধ্যে ৫০ লাখ পরিবারে দেড় লাখ টন চাল বিতরণ শেষ করা হবে। ৫০ লাখ পরিবারকে বাজার থেকে চাল কিনতে হবে না। এতে বাজারে স্বস্তি আসবে।’

২০ ফেব্রুয়ারি থেকে বস্তায় চালের দাম ও জাত লেখা থাকার সিদ্ধান্ত কার্যকর হয়েছে কি না– প্রশ্নের জবাবে সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘আমরা ২০ ফেব্রুয়ারির মধ্যে পরিপত্র জারি করব বলেছিলাম, কার্যকর করব ১৪ এপ্রিল বা পহেলা বৈশাখ থেকে। তখন বাজারে বোরোর নতুন চাল আসবে। যেসব চাল এখন বাজারে বস্তাবন্দি আছে এবং সিল মারা আছে, সেগুলো কেউ প্যাকেট পরিবর্তন করবে না। কাজেই নতুন বছরে বোরো চাল উঠবে, তখন থেকে এটা কার্যকর হবে।’

ডিসিদের কাছে হালনাগাদ তথ্য আছে কি না– প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, ‘ডিসি-মিল মালিকদের মধ্যে বৈঠক চলছে। ধান ও চালের জাতের যে নমুনা, সেটা সরবরাহ করা হচ্ছে। ধান গবেষণা ইনস্টিটিউটের দেওয়া ধানের জাত নিয়ে তাদের সঙ্গে কাজ করছি। এ ছাড়া মজুদবিরোধী অভিযান অনেকাংশেই সফল হয়েছে। ডিসিদের কাছে আবেদন জানিয়েছি, নির্দেশনা দিয়েছি যাতে বস্তার গায়ে জাতের নাম লেখা নিয়ে যে পরিবর্তন এসেছে, সেটা বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করা হয়।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.