Sylhet Today 24 PRINT

উইমেন স্পিকার্স সামিটে অংশ নিতে ফ্রান্স গেলেন স্পিকার

সিলেটটুডে ডেস্ক |  ০৬ মার্চ, ২০২৪

ফ্রান্সের প্যারিসে ন্যাশনাল অ্যাসেম্বলির উদ্যোগে উইমেন স্পিকার্স সামিটে যোগ দিতে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বুধবার (৬ মার্চ) থেকে শুরু হওয়া এই সম্মেলনে যোগ দিতে গতকাল মঙ্গলবার রাত ১টায় ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছেড়ে যান তিনি।

দুই দিনব্যাপী এই সম্মেলনে স্পিকারের সফরসঙ্গী হিসেবে আছেন জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ ও সার্জেন্ট অ্যাট আর্মস সাব্বির আহমেদ খান। নিজ খরচে সঙ্গে রয়েছেন তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইন।

ফ্রান্স সফর শেষে স্পিকার ও তার সফরসঙ্গীরা আগামী ১০-১২ মার্চ যুক্তরাজ্যের লন্ডনে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ‘কমনওয়েলথ ৭৫ স্পেশাল সেলিব্রেশন’ শীর্ষক সম্মেলনেও অংশ নেবেন।

আগামী ১৫ মার্চ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও তার সফরসঙ্গীদের দেশে ফেরার কথা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.