Sylhet Today 24 PRINT

দেশের বাইরে যেতে বাধা নাই ড. ইউনূসের

সিলেটটুডে ডেস্ক |  ১২ মার্চ, ২০২৪

বিদেশ যাওয়ার অনুমতি পেয়েছেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১১ মার্চ) তার আবেদনের শুনানি শেষে অনুমতি দেন ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম এ আউয়াল।

বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে গত রোববার এই আবেদন করেন ড. ইউনূস।

আদালতকে অবহিত করে ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, ড. ইউনুস মঙ্গলবার দেশের বাইরে যাবেন। ফিরবেন আগামী ৪ এপ্রিল।

কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের আইনজীবী খুরশীদ আলম খান আদালতকে বলেন, ‘ড. ইউনূস যেন বিদেশ থেকে ফিরে এসে আদালতকে অবহিত করেন।’

পাল্টা বক্তব্যে ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এ বিষয়ে হাইকোর্টের কোনো নির্দেশনা নেই। কাজেই এটা চাওয়া অবান্তর।’

প্রসঙ্গত, শ্রম আইন লঙ্ঘনের মামলায় সাজার রায়ের আংশিক সংশোধন চেয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের পরিদর্শকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে রুল জারিসহ ড. ইউনূসকে বিদেশ যেতে শ্রম ট্রাইব্যুনালের অনুমতি নিতে হবে বলে নির্দেশ দেন হাইকোর্ট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.