Sylhet Today 24 PRINT

টংক আন্দোলনের নেত্রী কুমুদিনী হাজং মারা গেছেন

সিলেটটুডে ডেস্ক |  ২৩ মার্চ, ২০২৪

ব্রিটিশ শাসনবিরোধী ঐতিহাসিক টংক আন্দোলনের নেত্রী কুমুদিনী হাজং মারা গেছেন।

শনিবার (২৩ মার্চ) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বহেরাতলী গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

স্থানীয় হাজং নেতা পল্টন হাজং বলেন, দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন কুমুদিনী হাজং।

কমিউনিস্ট নেতা কমরেড মণি সিংহের নেতৃত্বে টংক আন্দোলনে সক্রিয়ভাবে সম্পৃক্ত হয় দুর্গাপুরের হাজং সম্প্রদায়। এরই অংশ হিসেবে কুমুদিনী হাজংয়ের স্বামী লংকেশ্বর হাজং অন্দোলনে জড়িত হন।

১৯৪৬ সালে ৩১ জানুয়ারি বহেরাতলী গ্রামে লংকেশ্বরের বাড়িতে হানা দেয় ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেল বাহিনীর সশস্ত্র সেনারা। এ সময় স্বামীর অবস্থান জানাতে না চাইলে কুমুদিনীকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা চালায় তারা। এ খবর ছড়িয়ে পড়লে নারীনেত্রী রাশিমনি হাজংয়ের নেতৃত্বে শতাধিক হাজং নারী-পুরুষ প্রতিরোধ গড়ে তোলেন।

একপর্যায়ে কুমুদিনীকে ছাড়িয়ে নিতে গেলে নৃশংসভাবে তাদের ওপর গুলি চালানো হয়। এতে রাশিমনি ও সুরেন্দ্র হাজংসহ বেশ কয়েকজন নিহত হন। পরে সেনারা কুমুদিনীকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।

আন্দোলনের মুখে ১৯৫০ সালে বিলুপ্ত হয় টংক প্রথা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.