Sylhet Today 24 PRINT

শপথ নিলেন ময়মনসিংহ ও কুমিল্লা সিটির দুই মেয়র

সিলেটটুডে ডেস্ক |  ০৪ এপ্রিল, ২০২৪

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) নবনির্বাচিত মেয়র ইকরামুল হক টিটু এবং কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র ডা. তাহসীন বাহার সূচনা শপথ নিয়েছেন। পাশাপাশি ৫টি জেলা পরিষদের চেয়ারম্যানরাও শপথ নেন।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে নবনির্বাচিত মেয়রদের শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৫টি জেলা পরিষদের চেয়ারম্যানরা হলেন- কুড়িগ্রামের আ ন ম ওবায়দুর রহমান, ঠাকুরগাঁওয়ের আব্দুল মজিদ, সিরাজগঞ্জের শামীম তালুকদার, ব্রাহ্মণবাড়িয়ার বিল্লাল মিয়া ও হবিগঞ্জের আলেয়া আক্তার।

পরে একই স্থানে শপথ নেন ময়মনসিংহ সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ডের নবনির্বাচিত ৪৪ জন কাউন্সিলর ও সংরক্ষিত আসনের নারী কাউন্সিলররা।

কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম।

গত ৯ মার্চ দ্বিতীয়বারের মতো ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত নির্বাচনে পাঁচজন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। ভোটের হার ৫৬ দশমিক ৩। যাতে দেখা যায়, নির্বাচনে ইকরামুল হক টিটু (টেবিল ঘড়ি) পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬০৪ ভোট, অ্যাডভোকেট সাদেকুল হক খান মিল্কি (হাতি) পেয়েছেন ৩৫ হাজার ৭৬৩ ভোট, এহতেশামুল আলম (ঘোড়া) পেয়েছেন ১০ হাজার ৭৭৩ ভোট, মো. রেজাউল হক (হরিণ) ১ হাজার ৪৮৭ ও শহিদুল ইসলাম (লাঙ্গল) পেয়েছেন ১ হাজার ৩২১ ভোট।

ইকরামুল হক টিটু ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি।

একইদিন অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচনে বিজয়ী হন তাহসীন বাহার সূচনা। রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন ফল ঘোষণা করেন, যাতে দেখা যায় তাহসীন বাহার সূচনা বাস প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মনিরুল হক সাক্কু টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট, বিএনপি থেকে বহিস্কৃত অপর প্রার্থী নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ১৫৫ ভোট এবং আওয়ামী লীগের অপর প্রার্থী নূর-উর রহমান তানিম (হাতি) প্রতীকে পেয়েছেন ৫ হাজার ১৭৩ ভোট।

তাহসীন বাহার সূচনা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, কুমিল্লা মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের বড় মেয়ে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.