Sylhet Today 24 PRINT

এল খুশির ঈদ

সিলেটটুডে ডেস্ক |  ১১ এপ্রিল, ২০২৪

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আবার এলো খুশির ঈদুল ফিতর। সাম্য-মৈত্রী-শান্তি আর মুসলিম উম্মাহর ঐক্যের সওগাত নিয়ে প্রতি বছর আমাদের মাঝে উপস্থিত হয় এই খুশির ঈদ। এটি মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ দিন হিংসা-বিদ্বেষ ভুলে যায় মানুষ। সারা পৃথিবীতে একযোগে দিনটি পালিত না হলেও চন্দ্রদিনপঞ্জিকার ওপর ভিত্তি করে আজ বাংলাদেশসহ আরও কিছু দেশে পালিত হবে দিনটি।

টানা ৩০ দিন সিয়াম সাধনা করার পর দিনটি স্বর্গীয় আনন্দের আবেশ দিয়ে যায় প্রতিটি মুসলমান ধর্মপ্রাণ মানুষের ভেতর।

ঈদ অর্থ

‘ঈদ’ শব্দটির আরবি শব্দমূল ‘আউদ’। এর অর্থ যা ফিরে ফিরে বারবার আসে। প্রচলিত অর্থে ঈদ মানে আনন্দ বা খুশি। যেহেতু এ আনন্দ বা খুশি বছর ঘুরে আসে, এ জন্য ‘ঈদ’ বলে নামকরণ করা হয়েছে। ‘ফিতর’ শব্দের অর্থ ভেঙে দেওয়া, ইফতার করা। ঈদুল ফিতর মানে সে আনন্দঘন উৎসব, যা দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসে। ঈদের নামাজের মধ্য দিয়ে শুরু হয় দিনটি।

এ উপলক্ষে আজ সারা দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে ঈদের নামাজ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.