সিলেটটুডে ডেস্ক | ১২ এপ্রিল, ২০২৪
প্রতীকী ছবি
আগামী সপ্তাহের মাঝামাঝি দেশে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনার রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।
এ সময় তাপপ্রবাহের পাশাপাশি জলীয় বাষ্পের আধিক্যের কারণে ভ্যাপসা গরমের কথাও জানানো হয়।
তবে আগামী দুই-তিনের মধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (১২ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক সংবাদমাধ্যমকে বলেন, বর্ধিত পাঁচ দিনের আবহাওয়া পূর্বাভাসে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। এ সময়ে তাপমাত্রাও বাড়বে। আগামী ১৫-১৬ এপ্রিল তীব্র তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।
বৃষ্টি হলেও তাপপ্রবাহ থাকার সম্ভাবনার কথা জানান তিনি।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৈশাখের শুরুতেই তীব্র তাপপ্রবাহ শুরু হবে দেশব্যাপী। পরে ১৬-১৯ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানান এই আবহাওয়াবিদ।
এ মাসের শুরু থেকে দেশ জুড়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ শুরু হয়। এর মধ্যে চুয়াডাঙ্গা দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।