Sylhet Today 24 PRINT

বান্দরবানে পর্যটক ভ্রমণে দেওয়া ৪ নির্দেশনা স্থগিত

সিলেটটুডে ডেস্ক |  ১৩ এপ্রিল, ২০২৪

বান্দরবান জেলার রুমা উপজেলা ভ্রমণে পর্যটকদের চারটি নির্দেশনা দিয়ে একটি পত্র জারি করেছিল উপজেলা প্রশাসন। গত ৯ এপ্রিল ওই পরিপত্র জারি করা হয়।

জারি হওয়া নির্দেশনাগুলো ছিল, যৌথবাহিনী অভিযান পরিচালনাকালে কোনো হোটেলে পর্যটককে রুম ভাড়া দেওয়া যাবে না। কোনো পর্যটক পথ প্রদর্শকও পর্যটকদের কোনো পর্যটন কেন্দ্রে নিয়ে যাওয়া যাবে না। কোনো পর্যটন কেন্দ্রের জিপ গাড়ি নিয়ে যাওয়া যাবে না এবং নৌ-পথেও পর্যটকের কোনো পর্যটন কেন্দ্রে না নিয়ে যেতে বলা হয়েছে এই নির্দেশনায়।

তবে শুক্রবার (১২ এপ্রিল) ওই চার নিদর্শনা স্থগিত করে একটি পত্রাদেশ জারি করেন রুমা ইউএনও মো. দিদারুল আলম (রুটিন দায়িত্ব)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.