Sylhet Today 24 PRINT

সোনার দাম কমে ভরিপ্রতি ১ লাখ ১৩ হাজার ৫৬১ টাকা

সিলেটটুডে ডেস্ক |  ২৫ এপ্রিল, ২০২৪

প্রতীকী ছবি

আজও দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর আগে গত দুই দিনে সোনার ভরিতে পাঁচ হাজারের বেশি টাকা কমিয়েছে বাজুস।

নতুন করে বৃহস্পতিবার সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় ৬৩০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম কমে হয়েছে এক লাখ ১৩ হাজার ৫৬১ টাকা।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ দাম কমার তথ্য জানায়।

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য হ্রাস পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। আজ বিকেল থেকে নতুন এ দাম কার্যকর হবে।

এর আগে গতকাল বুধবার ভালো মানের এক ভরি স্বর্ণের দাম ২১০০ টাকা কমিয়েছে বাজুস। গতকাল বিকেল থেকেই নতুন এই দাম কার্যকর হয়। তার আগের দিন মঙ্গলবার ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ৩১৩৮ টাকা কমিয়েছিল বাজুস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.