Sylhet Today 24 PRINT

ছুরিসহ ভোটকেন্দ্রে বিএনপি নেতার এজেন্ট, ৬ মাসের কারাদণ্ড

সিলেটটুডে ডেস্ক |  ২৯ মে, ২০২৪

সুনামগঞ্জের দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে এক এজেন্টকে ছুরিসহ আটক করা হয়েছে। এ ঘটনায় আজ বুধবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হালিম উদ্দিন আটক এজেন্ট মাসুক মিয়াকে ৬ মাসের কারাদণ্ড দেন।

মাসুক বহিষ্কৃত বিএনপি নেতা আরিফুল ইসলাম জুয়েলের দোয়াত-কলম প্রতীকের এজেন্ট।


জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ছুরিসহ কেন্দ্রে যান এজেন্ট মাসুক মিয়া (৪৫)। এ সময় তাকে আটক করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হালিম উদ্দিন। পরে তাকে কারাদণ্ড দেওয়া হয়। মাসুক দোয়ারাবাজারের মুরাদপুর গ্রামের গুলফর মিয়ার ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রাজন কুমার দাস বলেন, দোয়াত-কলমের এজেন্ট মাসুক মিয়াকে ছুরিসহ আটকের পর কারাদণ্ড দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.