Sylhet Today 24 PRINT

মীমাংসিত বিষয়ে প্রশ্ন তুললে রাষ্ট্রদ্রোহী মামলা: খাদ্যমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ৩১ জানুয়ারী, ২০১৬

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, স্বাধীনতার ৪৫ বছর পর মীমাংসিত বিষয় নিয়ে যারা প্রশ্ন তুলেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হওয়া উচিত।

সম্প্রতি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে ‘বিতর্কিত’ বক্তব্যের প্রসঙ্গে রোববার (৩১ জানুয়ারি) বেলা ১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) লেখক ফিরোজ মাহমুদের ‘তথ্যের মিছিল’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, খালেদার নামে রাষ্ট্রদ্রোহী মামলা যথার্থ হয়েছে। যিনি এই মামলা করেছেন, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়েই মামলাটি করেছেন।

বিএনপির স্থানীয় কমিটির সদস্য গয়শ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে কেন রাষ্ট্রদ্রোহী মামলা হলো না, সে বিষয়ে প্রশ্নও তোলেন কামরুল ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.