Sylhet Today 24 PRINT

পরীক্ষার্থীদের সুবিধার্থে মন্ত্রীসভার সূচি বদলে দিলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক |  ৩১ জানুয়ারী, ২০১৬

এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের সুবিধার্থে নিজের সময়সূচি পিছিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে মন্ত্রীসভার বৈঠকের স্থানও পরিবর্তন করেছেন তিনি।
 
সচিবালয়ের পরিবর্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়মিত মন্ত্রী পরিষদের সভা করবেন তিনি। এজন্য প্রধামন্ত্রী সকাল ৯ টার পরিবর্তে গণভবন থেকে বের হবেন সাড়ে ১০ টার পর।
 
সোমবার প্রথম দিনে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের চলাচলের সুবিধার জন্য প্রধানমন্ত্রী নিজ থেকেই এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে তার উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন রোববার বিকেলে এ তথ্য জানিয়েছেন।
 
এসএসসি ও সমমানের পরীক্ষা সোমবার সকাল ১০টা থেকে শুরু হচ্ছে। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডসহ ১০টি বোর্ডে মোট পরীক্ষার্থী ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন। এর মধ্যে শুধু এসএসসি পরীক্ষার্থী ১৩ লাখ ৪ হাজার ২৭৪ জন। সারা দেশে ৩ হাজার ১৪৩টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 
রাজধানী ঢাকায় অর্ধশতাধিক পরীক্ষাকেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.