Sylhet Today 24 PRINT

আবারও বাড়ল অনলাইন গণমাধ্যম নিবন্ধনের সময়

সিলেটটুডে ডেস্ক |  ০১ ফেব্রুয়ারী, ২০১৬

আবারও অনলাইন গণমাধ্যম নিবন্ধনের মেয়াদ বাড়ানো হয়েছে। এর আগে একবার বাড়ানোর পর রোববার (৩১ জানুয়ারি) এ সময়সীমা শেষ হয়ে যাওয়ার কথা থাকলেও আরও এক মাস সময় বাড়িয়েছে সরকার।

নতুন ঘোষণা অনুযায়ি ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধনের জন্য কাগজপত্র জমা দেওয়া যাবে। তথ্য অধিদফতর থেকে সরকারি এক তথ্য বিবরণীতে বিষয়টি জানানো হয়েছে।

তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে, অনলাইন গণমাধ্যমের সংশ্লিষ্ট সাংবাদিকগণের অনুরোধে অনলাইন নিউজ প্রকাশনার নিবন্ধন ফরম ও প্রত্যয়নপত্র জমা দেওয়ার সময়সীমা ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করেছে সরকার। ফেব্রুয়ারির ২৯ তারিখ পর্যন্ত নিবন্ধন ফরম তথ্য অধিদফতরে জমা দেওয়া যাবে।

অনলাইন গণমাধ্যম নিবন্ধনের জন্য এর আগে ঘোষিত সময় ছিল ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রথমবার ১৫ ডিসেম্বর ২০১৫ সালের মধ্যে অনলাইন গণমাধ্যম নিবন্ধনের সময় দেওয়া হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.