Sylhet Today 24 PRINT

তিন রাষ্ট্রদূত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে

ডেস্ক রিপোর্ট |  ০২ ফেব্রুয়ারী, ২০১৬

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে  বৈঠকে বসছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের তিন রাষ্ট্রদূত। মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র বিষয়টি জানিয়েছে। 

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) আলাদাভাবে তারা বৈঠকে বসেছেন।

সূত্রমতে, এরই মধ্যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে বৈঠকে বসেছেন। বেলা সাড়ে ১১টা থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বার্নিকাটের বৈঠকটি শুরু হয়। 

বাংলাদেশে ওই তিন দেশের দূতাবাসগুলোর অনুরোধ সাপেক্ষেই বৈঠকগুলো হচ্ছে বলে সূত্র নিশ্চিত করে। তবে কি বিষয়ে রাষ্ট্রদূতরা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করছেন তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

সূত্র জানায়, দুপুর ১টা থেকে বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেইক ও দুপুর ২টা থেকে ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি অবেয়ারও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.