Sylhet Today 24 PRINT

জিএসপি না হওয়া পর্যন্ত টিকফা কার্যকর হবে না: সংসদে বাণিজ্যমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৩ ফেব্রুয়ারী, ২০১৬

সব শর্ত পূরণের পরেও যুক্তরাষ্ট্রের কাছ থেকে জিএসপি সুবিধা ফিরে না পাওয়া পর্যন্ত টিকফা চুক্তি কার্যকর হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। 

বুধবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে সরকার দলীয় সদস্য এ কে এম শামীম ওসমানের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
 
বাণিজ্যমন্ত্রী বলেন, রানাপ্লাজা ধসের পর যুক্তরাষ্ট্র হঠাৎ করে জিএসপি সুবিধা বন্ধ করে দেয়। তারা আমাদের শ্রমমান নিয়ে যে প্রশ্ন তোলে বা ১৬টি শর্ত আরোপ করে, তার সবগুলোই তৈরি পোশাক নিয়ে, কিন্তু তৈরি পোশাক প্রবেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আমাদের কোনো সুবিধা দেয় না।

মন্ত্রী বলেন, আমরা ১৬টি শর্ত সম্পূর্ণভাবে পূরণ করেছি, এটা তারাও স্বীকার করে, আর শুধু বলে অনেক উন্নয়ন হয়েছে, আরও উন্নয়ন হওয়া প্রয়োজন। 

তোফায়েল আহমেদ আরও বলেন, আমরা যা যা করার করেছি, আর কী করবো? শর্ত পূরণের পরেও যদি আমরা জিএসপি সুবিধা না পাই, তাহলে সেটা রাজনৈতিক কারণ ছাড়া আর কী হতে পারে?

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.