Sylhet Today 24 PRINT

জাসদকে বাদ দিয়ে কোনো রাজনীতি হবে না, কেউ ক্ষমতায় যেতে পারবে না: ইনু

সিলেটটুডে ডেস্ক |  ০৬ ফেব্রুয়ারী, ২০১৬

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদকে বাংলাদেশের ভবিষ্যত উল্লেখ করে দলটির সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, 'জাসদ পুরানো দল, সংগ্রামী দল। বাংলাদেশের স্বাধীনতার পরে রাজনৈতিক উত্থান-পতনের সঙ্গে জাসদ জড়িয়ে আছে। জাসদকে বাদ দিয়ে কোনো রাজনীতি হবে না, হয়নি। জাসদকে বাদ দিয়ে কেউ ক্ষমতায় যেতে পারবে না, কেউ ক্ষমতায়ও থাকতে পারবে না।'


শনিবার বগুড়ায় জেলা জাসদের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

হাসানুল হক ইনু বলেন, 'জাসদ সমাজতন্ত্রের দল, শ্রমিক, কৃষক এবং মুক্তিযোদ্ধাদের দল। জাসদ কখনও একা লড়াই করে, কখনও ঐক্যবদ্ধভাবে লড়াই করে। তবে দলটি সব সময় দুর্নীতি ও দলবাজির বিরুদ্ধে সোচ্চার থাকে।'

১৪ দলীয় জোটে থাকার কারণ উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, 'আমরা মনে করি জঙ্গি দমনে দরকার মহাজোট সরকার, আর সমাজ বদলের জন্য দরকার জাসদ।'

বিএনপি এবং তার প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কঠোর সমালোচনা করে ইনু বলেন, 'জিয়াউর রহমান বিশ্বাসঘাতক। তিনি স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন করেছেন। কর্নেল তাহেরকে ঠাণ্ডা মাথায় খুন করেছেন। ক্ষমতার জন্য ক্যান্টনমেন্টকে কসাইখানা বানিয়েছিলেন। জিয়া যদি বেঁচে থাকতেন তাহলে কর্নেল তাহের হত্যা এবং ক্যান্টনমেন্টকে কসাইখানা বানানোর জন্য একশ’বার বিচার হতো এবং একশ’বার ফাঁসি হতো।'

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 'গণতন্ত্র' ও দেশের 'শত্রু' উল্লেখ করে বলেন, 'জিয়ার স্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের সব খুনিদের আশ্রয় দিয়ে বিএনপিকে একটি সন্ত্রাসী দলে পরিণত করেছেন। এই সন্ত্রাসী দল গণতন্ত্রের জন্য অনুপযুক্ত।'

ভবিষ্যতে বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে বিএনপি আর টিকে থাকবে না দাবি করে তিনি বলেন, 'ষাটের দশকে আমরা বঙ্গবন্ধুর ছায়ায় দাঁড়িয়ে বলেছিলাম- মুসলিম লীগ আর থাকবে না। আজ বাংলাদেশে মুসলিম লীগ নেই। ভবিষ্যতে বিএনপিও থাকবে না।'

নির্বাচনের আগে খালেদা জিয়াকে বিচারের মুখোমুখি করার কথা উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, 'আমি ইনু পরিষ্কার বলছি, একাত্তরের খুনিদের যেমন রেহাই দেওয়া হয়নি তেমনি আগুন সন্ত্রাসী, মানুষ পোড়ানো খালেদা জিয়াকে ছাড় দেওয়া হবে না। চল্লিশ বছর পরে যদি সাকা চৌধুরীদের ফাঁসি হয় তাহলে খালেদা জিয়ারও বিচার হবে।'

জামায়াতে ইসলামীকে ধর্মের শত্রু উল্লেখ করে ওই দলের কাউকে মসজিদের ইমাম হিসেবে নিয়োগ না দেওয়ার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, 'ওরা ধর্মের শত্রু, ওরা ঘোমটা পড়া উগ্রবাদ, ওরা মুখে বাংলাদেশ হলেও অন্তরে পাকিস্তান। ওরা খুনি-মিথ্যাবাদী, ওরা নারী নির্যাতনকারী, সুতরাং কোনো মসজিদে জামায়াতীদেরকে ইমাম রাখবেন না।'

শহরের শহীদ খোকন পৌর পার্কে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন জাসদ বগুড়া জেলা শাখার সভাপতি রেজাউল করিম তানসেন এমপি।

অন্যদের মধ্যে বক্তৃতা করেন জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য শিরিন আখতার, বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও আব্দুল লতিফ পশারী ববি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.