Sylhet Today 24 PRINT

ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ০৯ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সময় কার্জন হলের ভিতরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার তরিকুল ইসলাম শিবলী (৪০) মারা গেছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে তিনি হঠাৎ অচেতন হয়ে পড়লে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী সোহেল রানা জানান, লাইভ সংবাদ সম্প্রচারের সময় হঠাৎ শিবলী অচেতন হয়ে পড়েন। তার গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং থানায় এবং তিনি স্ত্রী ও সন্তানসহ উত্তরার দিয়াবাড়ি এলাকায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। চিকিৎসকেরা ধারণা করছেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ায় তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.