Sylhet Today 24 PRINT

ডাকসুতে শিবিরের জয়ে পাকিস্তান জামায়াতের অভিনন্দন

সিলেটটুডে ডেস্ক |  ১০ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ বড় জয় পাওয়ায় সংগঠনটিকে অভিনন্দন জানিয়েছে জামায়াত-ই ইসলামী পাকিস্তান।

বুধবার বিকালে জামায়াত-ই ইসলামী পাকিস্তানের ফেইসবুক পেইজে প্রচারিত দলের আমির হাফিজ নাইম উর রেহমানের এ অভিনন্দন বার্তায় ছাত্রশিবিরের এ জয়কে ‘বাংলাদেশে নতুন ইতিহাস’ বলে আখ্যায়িত করা হয়েছে।

উর্দু ভাষায় লেখা ওই অভিনন্দন বার্তায় জামায়াত-ই ইসলামী পাকিস্তান বলছে, “বাংলাদেশে নতুন ইতিহাস রচিত হয়েছে। আলহামদুলিল্লাহ!”

দলটির ফেইসবুকে পোস্টটি বিকাল ৫টা ২৫ মিনিটে দেখা গেলেও সন্ধ্যায় সোয়া ৭টার দিকে আর সেটি দেখা যাচ্ছিল না।

মঙ্গলবার শান্তিপূর্ণ ভোটগ্রহণের পর সারারাত পেরিয়ে বুধবার সকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসু নির্বাচনের ফল ঘোষণা করা হয়।

এ নির্বাচনে ১২টি সম্পাদকীয় পদের মধ্যে নয়টিতেই জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা। বাকি তিনটি পদে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই সহযোগী সংগঠন অতীতে কখনও ডাকসু নির্বাচনে প্রকাশ্যে প্যানেল দিতে পারেনি, কেন্দ্রীয় সংসদের কোনো পদেও কখনো জয় পায়নি।

জামায়াত-ই ইসলামী পাকিস্তানের সেই ফেইসবুক পোস্টে ছাত্রশিবিরের বিজয়ী প্রার্থী, কার্জন হল ও সিনেট ভবনের কোলাজ ছবি ব্যবহার করা হয়েছে।

ছাত্রশিবিরকে জামায়াত-ই ইসলামী পাকিস্তানের ছাত্র সংগঠন ‘ইসলামী জমিয়ত তালাবা’ আখ্যায়িত করে অভিনন্দন বার্তায় বলা হয়েছে, “দেশের বৃহত্তম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের নির্বাচনে ইসলামী ছাত্রশিবির (ইসলামী জমিয়ত তালাবা) জয়লাভ করেছে, পুরো প্যানেলটি বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বাংলাদেশের ইতিহাসে এটি প্রথমবার।”

এ নির্বাচনে অন্যান্য প্যানেলে ‘ভারতপন্থি শক্তির ঐক্যবদ্ধ সমর্থন ছিল’ দাবি করে এটিকে গুরুত্বপূর্ণ বিষয় বলে মন্তব্য করেছে জামায়াত-ই ইসলামী পাকিস্তান।

এতে বলা হয়েছে, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের নির্বাচনে শিবিরের জয়ের জন্য আমরা শিবিরকে অভিনন্দন জানাই। ইনশাল্লাহ, এই বিজয় ছাত্র ও যুবাদের অধিকারের সংগ্রামের পাশাপাশি ভারতের ষড়যন্ত্র থেকে বাংলাদেশের জনগণের মুক্তির দিকে পরিচালিত করবে এবং উন্নয়ন ও অগ্রগতির জন্য একটি নতুন শিরোনাম হিসেবে প্রমাণিত হবে।”

প্রতিকূল পরিস্থিতির পরও ডাকসু নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে আয়োজনের কৃতিত্ব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়েছে জামায়াত-ই ইসলামী পাকিস্তান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.