Sylhet Today 24 PRINT

হবে আরও দুটি মেট্রোরেল, যাবে পাতাল পথেও

সিলেটটুডে ডেস্ক |  ০৭ ফেব্রুয়ারী, ২০১৬

নতুন বছরের মার্চে উড়াল পথে প্রথম মেট্ররেলের কাজ শুরুর পাশাপাশি   বছরের শেষ নাগাদ আরো দুটি মেট্রোরেলের নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 আজ রবিবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে সাসটেইনেবল ডেভেলপমেন্ট শীর্ষক জাতীয় সেমিনারের প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন
নতুন রেলগুলোতে ৬ কিমি করে পাতাল পথও থাকছে।

মন্ত্রী বলেন, এ দুটি মেট্রোরেলের একটি হবে গাজীপুর থেকে ঝিলমিল পর্যন্ত ৪২ কিলোমিটার ও অপরটি রাজধানীর গাবতলী থেকে নারায়ণগঞ্জের ভুলতা পর্যন্ত। এ দুটি মেট্রোরেলের ফিজিবিলিটি স্টাডি চলতি বছরেই শুরু হবে বলেও জানান তিনি।

গাজীপুর-ঝিলমিল পথে ৬ কিলোমিটার পাতাল লাইন ও গাবতলী-নারায়ণগঞ্জ পথেও ৬ কিলোমিটার পাতাল লাইন থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.