Sylhet Today 24 PRINT

অশ্লীল স্লোগান দেওয়া সেই ফারিয়ার পক্ষে লড়তে চান ফজলুর রহমান

সিলেটটুডে ডেস্ক |  ০৩ অক্টোবর, ২০২৫

রাজধানীর উত্তরায় সমন্বয়ক পরিচয়ে ব্যবসায়ীর বাসায় ঢুকে ১০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার সেই ফারিয়া আক্তার তমার পক্ষে আদালতে লড়তে চান বিএনপির পদ স্থগিত হওয়া নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যেই মেয়ে আমার বাড়ির সামনে বলছে ফজু পাগলা গ্রেপ্তার না হলে যাব না এখান থেকে, সেই মেয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছে। এখন তাকে আমার ছাড়াতে হবে। আমি ওই মেয়েটির পক্ষে কোর্টে দাঁড়াব।

আমি ছাড়াব না কেন, এরা তো আমার মেয়ে। এগুলোকে জামায়াত নষ্ট করছে, ঠিক করতে হবে আমার। আমি দেশের ভালো চাই, আমি এদের ভালো করতে চাই।

তিনি অভিযোগ করে বলেন, জামায়াতের কর্মীরা আমাকে যে অপমান করেছে, জন্মের পর কোনো রাজনৈতিক দল এমন অপমান করেনি।


ফজলুর রহমান বলেন, যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম তা এখনো বাস্তবায়ন হয়নি। দেশে এখনো মনুষ্যত্ব, বিবেক ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। তবে আজ বাঙালিদের সব আছে—শিল্প-কারখানা থেকে সেনাবাহিনীতে জেনারেল পদ পর্যন্ত।

তিনি বলেন, এখন বলা হয় ১৯৭১ সালের যুদ্ধ ভাইয়ে ভাইয়ে ঝগড়া ছিল।

এর চেয়ে নিমকহারামি আর কিছু হতে পারে না। যেমন কারবালার ইতিহাস কখনো ইয়াজিদরা মুছে ফেলতে পারেনি, তেমনি মুক্তিযুদ্ধবিরোধীরাও স্বাধীনতার ইতিহাস মুছে ফেলতে পারবে না। মিরজাফরের বিশ্বাসঘাতকতা যেমন আজও উচ্চারিত হয়, মুক্তিযুদ্ধের ইতিহাসও তেমনি চিরস্মরণীয় থাকবে।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে ‘বিতর্কিত’ বক্তব্য দেওয়ার জেরে ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে তার বাসার সামনে গত ২৫ আগস্ট অবস্থান নেন একদল ব্যক্তি। এ সময় তাদের সঙ্গে ছিলেন ফারিয়া।

সে সময় তিনি ফজলুর রহমানকে নিয়ে অশ্লীল স্লোগান দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.