Sylhet Today 24 PRINT

অনুমতি ছাড়া সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রেস ব্রিফিং নয়

সিলেটটুডে ডেস্ক |  ০৮ ফেব্রুয়ারী, ২০১৬

বিচারপতি এএইএম শামসুদ্দিন চৌধুরী মানিকের প্রেস কনাফারেন্স করার একদিন পরই  সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সংবাদ সম্মেলন, সভা-সমাবেশ নিষিদ্ধ করেছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। সভা-সমাবেশ বা প্রেস কনফারেন্স করার আগে সুপ্রিম কোর্ট প্রশাসনের অনুমতি বাধ্যতামূলক করা হয়েছে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি  জানিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ। এ ধরনের নিয়ম কেন করা হলো, জানতে চাইলে তিনি বলেন, ‘আগে থেকেই এরকম নিয়ম ছিল।’

হঠাৎ করে এ ঘোষণা কেন? এ প্রশ্নের উত্তরে তিনি  বলেন, ‘আপনারা তো বুঝতেই পেরেছেন কেন আমরা এ ঘোষণা দিলাম।’

রোববার বিচারপতি এএইএম শামসুদ্দিন চৌধুরী মানিক প্রেস কনফারেন্স করে অবসরের পর লেখা পূর্ণাঙ্গ রায়ের কপি গ্রহণ করতে প্রধান বিচারপতি বরাবর চিঠি দেয়ার কথা জানান।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন ছাড়া সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কোনো ধরনের সংবাদ সম্মেলন করতে হলে সুপ্রিম কোর্ট প্রশাসনের পূর্ব অনুমতি নিতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.