Sylhet Today 24 PRINT

চলতি বছর থেকেই পিএসসি পরীক্ষা বাতিলের দাবি

সিলেটটুডে ডেস্ক |  ০৮ ফেব্রুয়ারী, ২০১৬

২০১৮ সাল নয়, চলতি বছর অর্থাৎ ২০১৬ সাল থেকেই প্রাইমারি স্কুল সার্টিফিকেট (পিএসসি) পরীক্ষা বাতিলের মাধ্যমে শিশুদের ওপর মানসিক চাপ বন্ধের দাবি জানিয়েছেন অভিভাবকরা।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে শিক্ষার্থীদের অভিভাবকরা বলেন, ২০১৮ সাল থেকে পিএসসি পরীক্ষা বন্ধের ঘোষণা সরকারের প্রসংশনীয় উদ্যোগ। কিন্তু আমাদের দাবি ২০১৮ সাল নয়, ২০১৬ সাল থেকেই এ পরীক্ষা বন্ধ করতে হবে।

তারা বলেন, কোনো প্রয়োজন ছাড়া পিএসসি পরীক্ষার নামে শুধু শুধু কোমলমতি শিশুদের উপর অসহনীয় মানসিক চাপ ও অভিভাবকদের সীমাহীন হয়রানি করা হচ্ছে। অবিলম্বে এই হয়রানি বন্ধ করতে হবে।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, জিপিএ-৫ এর কথা বলে স্কুলগুলোতে বাচ্চাদের ওপর বাড়তি পড়ার চাপ প্রয়োগ করা হচ্ছে। স্কুল শেষে অভিভাবকরা কোচিংসহ পড়া শেষ করতে বাড়িতে রাত ১২টা পর্যন্ত শিশুদের পড়াতে বাধ্য হচ্ছেন। এ চাপ অবিলম্বে বন্ধ করতে হবে।

মানববন্ধন শেষে শিক্ষা মন্ত্রণালয়ে স্বারকলিপি প্রদান করা হবে বলেও জানান অভিভাবকরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.