Sylhet Today 24 PRINT

জামায়াতের আমিরের বক্তব্য নিয়ে মন্তব্য করে শাস্তি পেলেন ওসি

সিলেটটুডে ডেস্ক |  ২৯ অক্টোবর, ২০২৫

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া জামায়াতের ইসলামীর আমির শফিকুর রহমানের বক্তব্য নিয়ে মন্তব্য করে প্রত্যাহার হলেন গাজীপুরের পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিরুল ইসলাম।

মঙ্গলবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জাহিদুল হাসান স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়েছে।

জামায়াতের আমির শফিকুর রহমানের বক্তব্য উদ্ধৃত করে একটি সংবাদমাধ্যম ফটোকার্ড করে। সেই ফটোকার্ডে মন্তব্য করেন ওসি শেখ আমিরুল ইসলাম। সেখানে তিনি লিখেন ‘আগে গণভোট দরকার যে, স্বাধীনতাবিরোধীদের এ দেশে রাজনীতি করার অধিকার আছে কিনা?’। এই মন্তব্য করার পর ফেসবুকে তার সমালোচনায় মেতে উঠেন অনেকে। যা নজরে আসে মহানগর পুলিশ কমিশনারেরও।

গত ২০ অক্টোবর ওসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে জামায়াতের গাজীপুর মহানগর মজলিশে শুরার সদস্য মো. আমজাদ হোসেন ও পুবাইল থানা জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ শামীম হোসেন মৃধা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, ওসি আমিরুল ইসলাম পুবাইল থানায় যোগ দেওয়ার পর থেকেই একটি রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশ নেওয়া এবং জামায়াত ইসলামী ও দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে আসছেন। এ ছাড়া তিনি ওই রাজনৈতিক দলের নেতাদের পুলিশ প্রটোকল দিয়ে যাচ্ছেন। সম্প্রতি তিনি জামায়াতের আমিরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে মন্তব্য করেন। একজন সরকারি কর্মকর্তা হয়ে ওসি শেখ আমিরুল ইসলাম রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ করছেন, যা প্রশাসনিক নিরপেক্ষতা নষ্ট করেছে।

মঙ্গলবার ওসি শেখ আমিরুল ইসলামকে গাজীপুরের পুবাইল থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। অফিস আদেশে উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে পুবাইল থানার ওসি শেখ আমিরুল ইসলামকে জিএমপির পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

এ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি ওসি আমিরুল ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.