Sylhet Today 24 PRINT

সরকার শেখ হাসিনার সাক্ষাৎকার এখনও পড়েনি: প্রেস সচিব শফিকুল

সিলেটটুডে ডেস্ক |  ২৯ অক্টোবর, ২০২৫

বুধবার (২৯ অক্টোবর) যুক্তরাজ্যভিত্তিক দ্য ইনডিপেনডেন্ট, আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করেছে। সাক্ষাৎকার সম্পর্কে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সাক্ষাৎকারটি সরকার এখনো পড়েনি, পড়ার পর মন্তব্য জানানো হবে।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।

এক সাংবাদিক বিদেশি গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে শফিকুল আলম বলেন, এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) মন্তব্য করতে পারবে।

শফিকুল আলম বলেন, যারা তার ইন্টারভিউ করছেন, তারা যেন তার অতীত কর্মকাণ্ড ভুলে না যান। জাতিসংঘের রিপোর্টে শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি স্পষ্ট। তিনি আরও বলেন, আন্তর্জাতিক দুটি গণমাধ্যমের প্রতিবেদনে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যার নির্দেশ দেয়ার অভিযোগও উঠে এসেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.