Sylhet Today 24 PRINT

হজ ও তাবলিগ নিয়ে ‘কটূক্তির’ ১০ মামলায় লতিফ সিদ্দিকীর জামিন

সিলেটটুডে ডেস্ক |  ০৬ নভেম্বর, ২০২৫

সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ সিদ্দিকীকে হাইকোর্ট জামিন দিয়েছেন।

পবিত্র হজ ও তাবলিগ জামাত নিয়ে করা কটূক্তির অভিযোগে দায়ের হওয়া ১০ মামলায় এ জামিন দেন আদালত। এর আগে একই অভিযোগে আরও সাত মামলায় তিনি জামিন পেয়েছিলেন।

মঙ্গলবার বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি মো. ফরিদ আহমদ শিবলীর ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। লতিফ সিদ্দিকীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যের্তিময় বড়ুয়া।

গত বছর ২৯ সেপ্টেম্বর নিউ ইয়র্কে টাঙ্গাইল সমিতি আয়োজিত অনুষ্ঠানে তিনি হজ ও তাবলিগ জামাত নিয়ে কটূক্তি করেন, যা দেশ-বিদেশে সমালোচনার ঝড় তোলে।

বিভিন্ন ইসলামিক সংগঠন মামলা দায়ের করলে আদালত তার বিরুদ্ধে পরোয়ানা জারি করে। পরবর্তীতে তিনি মহাজোট সরকারের মন্ত্রিসভা থেকেও অপসারিত হন।

বিধি অনুযায়ী হাইকোর্টে আবেদনের পর জামিন মঞ্জুর হয়। লতিফ সিদ্দিকী ২৫ নভেম্বর ধানমন্ডি থানায় আত্মসমর্পণ করেন এবং পরে আদালতে হাজির হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.