Sylhet Today 24 PRINT

মধ্যরাতের প্রজ্ঞাপনে হবিগঞ্জসহ ১৫ জেলায় নতুন ডিসি

সিলেটটুডে ডেস্ক |  ০৯ নভেম্বর, ২০২৫

দেশের ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

শনিবার (৮ নভেম্বর) গভীর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মধ্যরাতের এই প্রজ্ঞাপনের মাধ্যমে প্রশাসনে একযোগে বড় ধরনের রদবদল হলো।

নতুন জেলা প্রশাসক পাওয়া জেলাগুলো হলো- হবিগঞ্জ, নোয়াখালী, গাজীপুর, ঢাকা, গাইবান্ধা, বরগুনা, বগুড়া, সিরাজগঞ্জ, মাগুরা, পিরোজপুর, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, কুষ্টিয়া ও ভোলা।

কুষ্টিয়ার ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে পদায়ন করা হয়েছে হবিগঞ্জে। হবিগঞ্জের আগের জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়াও বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হাসান, যিনি এখন নোয়াখালীর জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেবেন।

ভোলার ডিসি মো. আজাদ জাহান নিয়োগ পেয়েছেন গাজীপুরে।

বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলমকে পদায়ন করা হয়েছে ঢাকা জেলার ডিসি হিসেবে।

এছাড়া সিরাজগঞ্জের ডিসি মুহাম্মদ নজরুল ইসলাম গেছেন গাইবান্ধায় এবং খুলনার ডিসি মো. তৌফিকুর রহমান নতুন দায়িত্ব পেয়েছেন বগুড়ায়।

নতুন পদায়ন পাওয়া কর্মকর্তাদের মধ্যেও আছেন প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এর মধ্যে সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ হয়েছেন বরগুনার ডিসি।

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সচিব (উপসচিব) মো. আমিনুল ইসলাম পদায়ন পেয়েছেন সিরাজগঞ্জে।

বাণিজ্য উপদেষ্টার একান্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাহমুদ হচ্ছেন মাগুরার ডিসি, আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদ হচ্ছেন পিরোজপুরের ডিসি।

এছাড়া ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পাবনা জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা আফরোজা আখতারকে নিয়োগ দেওয়া হয়েছে সাতক্ষীরার ডিসি হিসেবে।

স্থানীয় সরকার বিভাগের ফেনীর উপপরিচালক (উপসচিব) গোলাম মো. বাতেন হচ্ছেন বাগেরহাটের ডিসি, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) একান্ত সচিব স. ম. জামশেদ খোন্দকার হচ্ছেন খুলনার ডিসি, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক মো. ইকবাল হোসেন যাচ্ছেন কুষ্টিয়ায়। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব ডা. শামীম রহমান নিয়োগ পেয়েছেন ভোলার জেলা প্রশাসক হিসেবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.