সিলেটটুডে ডেস্ক | ১০ নভেম্বর, ২০২৫
রাজধানীর ধানমণ্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাসে আগুনের খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসটিতে কিভাবে আগুন লেগেছে এবং বাসে যাত্রী ছিল নাকি পার্কিং অবস্থায় ছিল তা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
স্থানীয়রা জানায়, বাসটির পাশে দিয়ে সাত-আটজন তরুণ হেঁটে যাচ্ছিলেন।কিছুক্ষণ পরই বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়। এটি নাশকতা নাকি দুর্ঘটনা, তা নিশ্চিত করতে পারেনি কেউ।
এর আগে সোমবার ভোরে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকাতেও দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মিরপুরে ককটেল বিস্ফোরণ: এদিকে, রাজধানীর মিরপুর-১০ নম্বরে শাহ আলী কমপ্লেক্সের সামনে সোমবার সন্ধ্যায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ জানিয়েছে, সন্ধ্যা পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। মিরপুর ১০ নম্বরে অবস্থিত ফুটওভার ব্রিজের ওপর থেকে এই ককটেলগুলো ছোড়া হয়েছে বলে ধারণা করছেন তারা।
এরই মধ্যে সিসিটিভির ফুটেজ দেখে কারা ককটেলগুলো নিক্ষেপ করেছে সে বিষয়টি বের করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।