Sylhet Today 24 PRINT

আপিল করতে পারবেন না শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামাল

সিলেটটুডে ডেস্ক |  ১৭ নভেম্বর, ২০২৫

জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের পর আপিল করতে পারবেন না শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল।

দণ্ডপ্রাপ্ত আসমিরা নিয়ম অনুযায়ী ত্রিশ দিনের মধ্যে গ্রেপ্তার আসামিরা আপিল আবেদন করতে পারে। তবে পলাতক আসামিদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য কি না তা জানিয়েছেন প্রসিকিউটর গাজী মোনওয়ার।

তিনি জানান, ‘এই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক। তাই রায়ের পর তারা আপিলে করার সুযোগ পাবে না।’

তিনি আরও বলেন, ‘ফৌজদারি কার্যবিধিতে (সিআরপিসি) জামিনের ক্ষেত্রে নারী, অসুস্থ, কিশোর বা শিশুদের অগ্রাধিকার দেওয়া হলেও, রায় প্রদানের ক্ষেত্রে নারীকে সাধারণ আইনেও আলাদা কোনো সুবিধা দেওয়া হয় না। ট্রাইব্যুনাল আইনেও এর কোনো বিশেষ ব্যবস্থা নেই। অতএব, আসামি নারী বা পুরুষ যা-ই হোন না কেন, তার অপরাধের গুরুত্ব বিবেচনা করেই শাস্তি প্রদান করা হবে।’

এদিকে, এই মামলায় গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাজসাক্ষী হওয়ায় তার সাজার দায়ভার ট্রাইব্যুনালের ওপর ছেড়ে দিয়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.