সিলেটটুডে ডেস্ক | ২১ নভেম্বর, ২০২৫
ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন যুক্তরাজ্যের ভিসা আবেদনকারীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ সতর্কতা জারি করেছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে হাইকমিশন ভুয়া ট্রাভেল এজেন্টদের প্রতারণা সম্পর্কে বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানায়।
হাইকমিশনের পক্ষ থেকে জানান হয়, কোনো ট্রাভেল এজেন্ট সাধারণ ফি-এর বাইরে অতিরিক্ত অর্থ দাবি করলে কিংবা নিশ্চিতভাবে ভিসা পাওয়ার আশ্বাস দিলে সেটি প্রতারণা হওয়ার সম্ভাবনা খুব বেশি। এ ধরনের কোনো প্রলোভনে না পড়তে ভিসা আবেদনকারীদের কঠোরভাবে পরামর্শ দেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, অতিরিক্ত ফি দাবি করে বা ভিসা নিশ্চিত করার কথা বলে- এমন প্রতিষ্ঠানের সেবা গ্রহণ না করার জন্য আবেদনকারীদের অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে প্রতারণা বা জালিয়াতির ঘটনা ঘটলে অবিলম্বে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়।
এর আগে গত মঙ্গলবার হাইকমিশন অন্য এক সতর্কবার্তায় জানিয়েছিল, যুক্তরাজ্যের ভিসা আবেদনে জাল বা ভুয়া নথি জমা দিলে আবেদনকারীর ওপর ১০ বছরের ভিসা নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। তাই সবসময় বৈধ ও সত্য নথি জমা দেওয়া এবং কোনো ধরনের ঝুঁকি না নেওয়ার আহ্বান জানায় তারা।