Sylhet Today 24 PRINT

খুলনা-১ আসনে জামায়াতের প্রার্থী হতে চান কৃষ্ণ নন্দী

সিলেটটুডে ডেস্ক |  ২৬ নভেম্বর, ২০২৫

হিন্দু-অধ্যুষিত খুলনার বটিয়াঘাটা ও দাকোপ উপজেলা নিয়ে গঠিত খুলনা-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হতে পারেন জেলার ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু শাখার সভাপতি কৃষ্ণ নন্দী। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই নেতার প্রার্থিতা নিয়ে ইতিমধ্যে এলাকায় আলোচনা চলছে। কৃষ্ণ নন্দী নিজেও প্রার্থিতার বিষয়ে দল থেকে ইতিবাচক সংকেত পেয়েছেন বলে নিশ্চিত করেছেন।

কৃষ্ণ নন্দী জানিয়েছেন, তাকে প্রার্থী করা হলে তিনি নির্বাচন করতে প্রস্তুত। যদিও জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে, আলোচনা হচ্ছে, এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি, তবে বেশ কিছু আসনে এবার জামায়াতের চমক থাকবে।

ব্যবসায়ী কৃষ্ণ নন্দীর গ্রামের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে। তিনি ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু সংগঠন জামায়াত ইসলাম সনাতনী শাখার সভাপতি। এ উপজেলা ও ফুলতলা উপজেলা নিয়ে গঠিত খুলনা-৫ আসনে জামায়াতের প্রার্থী দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। গত প্রায় এক বছর ধরে ডুমুরিয়া ও ফুলতলা উপজেলায় গোলাম পরওয়ারের সব রাজনৈতিক সমাবেশে সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে তার। শুধু নিজের উপস্থিতি নয়, প্রতিটি সমাবেশে তার নেতৃত্বে হিন্দু নারী পুরুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

যদিও খুলনা-১ আসনে এর আগে মো. ইউসুফ নামে একজনকে সম্ভ্যাব্য প্রার্থী হিসেবে একজনের নাম ঘোষণা করেছিলো জামায়াত। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুলনা-১ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে প্রচার করা হচ্ছে কৃষ্ণ নন্দীর নাম।

এ বিষয়ে জানতে চাইলে কৃষ্ণ নন্দী বলেন, ‘দলের সেক্রেটারি চাচ্ছেন, আমি নিজেও প্রার্থী হতে আগ্রহী। দল যদি আমাকে ঘোষণা দেয়, আমি নির্বাচন করতে চাই।’


তিনি কোনো গ্রিন সিগন্যাল পেয়েছেন কি না জানতে চাইলে কৃষ্ণ নন্দী বলেন, ‘দল খুলনা-১ আসনের জন্য আমাকে কিছুটা নিশ্চিত করেছে। সেটা এখন আমার মুখ দিয়ে শোনা ঠিক হবে না। দলের সিগন্যাল না পেলে তো মানুষ বলত না।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দল আমাকে মোটামুটি নিশ্চিত করেছে। আমি প্রস্তুতি নিচ্ছি। দল থেকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার পর আমি শিগগির এলাকায় যাব। আমি এখনই না গেলেও আমার লোকজন এলাকায় যাচ্ছে।’

তবে এবিষয়ে খুব স্পষ্ট করে কোন কথা জানাতে পারেননি জামায়াতের স্থানীয় কিংবা কেন্দ্রীয় নেতারা।

খুলনা জেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনালে মুন্সী মঈনুল ইসলাম বলেন, ‘খুলনা-১ আসনে জামায়াতের প্রার্থী মাওলানা আবু ইউসুফ। এখন পর্যন্ত সেটাই ঠিক আছে। তবে অনেক আলোচনাই হচ্ছে। সেখানে কৃষ্ণ নন্দীর নামও আছে।’

তিনি বলেন, সারা দেশে জামায়াত কিছু আসনে হিন্দু প্রার্থী দেবে। এর মধ্যে কিশোরগঞ্জের একটি আসনের ব্যাপারে চিন্তা আছে, খুলনারও একটি আসনের ব্যাপারে চিন্তা আছে। উপজাতিতের মধ্যে থেকেও একজন প্রার্থী হতে পারেন। এসব নিয়ে আলোচনা হচ্ছে, চূড়ান্ত নয়। সংগঠন এটা নিয়ে ভাবছে এটা নিয়ে কি করা যায়। আগামী ২৭ তারিখ কেন্দ্রের নির্বাহী কমিটির বৈঠক আছে, সেখান থেকে কোনো সিদ্ধান্ত আসতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.