Sylhet Today 24 PRINT

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

সিলেটটুডে ডেস্ক |  ০৪ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা দিকে হাসপাতালে যান তিনি।

হাসপাতালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সঙ্গে ছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

প্রায় আধা ঘণ্টা হাসপাতালে অবস্থান করে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার খোঁজ নেন প্রধান উপদেষ্টা।

এর আগে, গতকাল মঙ্গলবার রাতে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ২৩ নভেম্বর এভারকেয়ারে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। অবস্থার অবনতি হলে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বর্তমানে চিকিৎসাধীন আছেন তিনি।

খালেদা জিয়াকে চিকিৎসা সহায়তা দিতে আজ যুক্তরাজ্য থেকে দেশে এসেছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রিচার্ড বিলি। যুক্তরাজ্য, চীনসহ মেডিকেল বোর্ডের সদস্যদের বৈঠকে তার চিকিৎসা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানোর কথা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.