Sylhet Today 24 PRINT

দোষী যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে

সিলেটটুডে ডেস্ক |  ০২ মার্চ, ২০১৬

‘যুদ্ধাপরাধের অভিযোগে যে সব জামায়াত নেতা আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত হয়েছেন খুব শিগগিরই তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে। এছাড়া তাদের তৃতীয় শ্রেণির নাগরিক হিসাবে গণ্য করে জাতীয় সংসদে আইন পাশও করা হবে।’

বুধবার বিকেলে আশুলিয়ায় বিএনপি-জামায়াত নেতাকর্মীদের আওয়ামী লীগে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী আরো বলেন, ‘তৃতীয় শ্রেণির নাগরিক হিসেবে পরিগণিত হলে যুদ্ধাপরাধী জামায়াত নেতাদের পরিবারের সদস্যরা ভোটাধিকার কিংবা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। পাশাপাশি তারা সরকারি চাকরিও পাবে না।’

মন্ত্রী আরো বলেন, বাংলাদেশে আইএস জঙ্গি বলতে কোনো কিছু নেই। বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা বিনা কারণে বাংলাদেশে আর কোনো নাশকতা করলে তাদের কঠোর হাতে দমন করা হবে।’

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল আজিদ মাস্টার, ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজু দেওয়ান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.