Sylhet Today 24 PRINT

ঘটনা গোপন করাকে বাংলাদেশ ব্যাংকের ‘ঔদ্ধত্যপূর্ণ’ আচরণ বললেন অর্থমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১৩ মার্চ, ২০১৬

বাংলাদেশ ব্যাংক থেকে ৮০০ কোটি টাকা লোপাটের ঘটনা গোপন রাখাকে ঔদ্ধত্যপূর্ণ আচরণ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

একই সঙ্গে তিনি দেশের এ কেন্দ্রীয় এই ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

রোববার (১৩ মার্চ) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘এ ঘটনার পর দুই মাস অতিবাহিত হলেও আমাকে জানানো হয়নি। এটি বাংলাদেশ ব্যাংকের ঔদ্ধত্যপূর্ণ আচরণ। পুরো বিষয়টি নিয়ে আমি খুবই অখুশি।'

তিনি বলেন, 'বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা অদক্ষ ব্যবস্থাপনার পরিচয় দিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে শিগগিরই একটি বিবৃতি দেব। এটি (বিবৃতি) অবশ্যই আজ অথবা আগামীকালের মধ্যেই হবে।'

যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০ কোটি ডলার চীনা হ্যাকাররা হাতিয়ে নেয় বলে সম্প্রতি ফিলিপাইনের একটি সংবাদপত্রে প্রকাশিত হয়।

সোমবার (৭ মার্চ) চুরি যাওয়া অর্থের একটি অংশ উদ্ধারের দাবি করে বাংলাদেশ ব্যাংক। তবে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ জানিয়েছে এ বিষয়ে তাদের কোনো দায় নেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.