Sylhet Today 24 PRINT

সুপ্রিম কোর্ট বারের ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানি হ্যাকাররা

সিলেটটুডে ডেস্ক |  ১৭ মার্চ, ২০১৬

বাংলাদেশের  সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটটি এক পাকিস্তানি হ্যাকার গ্রুপ হ্যাক করেছে।

ওয়েবসাইটটিতে ঢুকতে গেলেই ‘হ্যাকড বাই কিং হামজা’ লেখা দেখা যাচ্ছে। এর নিচেই লেখা ‘পাকিস্তান জিন্দাবাদ’। ওয়েবসাইটটিতে ক্লিক করলেই স্ক্রিনে ভেসে আসছে পাকিস্তানের পতাকা।

বুধবার (১৬ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটটি দেখা যাচ্ছে না। সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী এ তথ্য জানিয়েছেন।

ওয়েবসাইটটিতে ঢোকার চেষ্টা করা হলে দেখা যায়, স্ক্রিনে ইংরেজি অক্ষরে পাকিস্তান জিন্দাবাদ লেখার নিচেই রয়েছে ‘কিং হামজা ওয়াজ হিয়ার’।

স্ক্রলে আবদুল ওয়াহাব, নোমান রশিদের নাম উল্লেখ করে অল পাকিস্তানি হান্টারস দেখা যাচ্ছে।

পাকিস্তানি সাইট হ্যাক না করতে হুমকি দিয়ে সেখানে আরও লেখা ‘Hey! Noobs It's Warning For You-- Stop Hacking PAki sites Otherwise your cyber space will be destroy!’

FacebookOfficial PaGE

www.facebook.com/Team.Pak.Hunters.Official

১৭ মার্চ দুপুর ১টা ২০ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েবসাইটটি হ্যাকড অবস্থায় ছিল

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটটি হলো http://www.bangladeshsupremecourtbar.com।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.