Sylhet Today 24 PRINT

হাতিয়ায় দুই নির্বাচনী কর্মকর্তা গুলিবিদ্ধ

নিউজ ডেস্ক |  ২২ মার্চ, ২০১৬

নোয়াখালীর হাতিয়া উপজেলায় কেন্দ্র দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের গোলাগুলিতে সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার ‍গুলিবিদ্ধ হয়েছেন।

এ ঘটনায় ভোটগ্রহণ সাময়িক স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। গুলিবিদ্ধরা হলেন-সহকারী পিজাইডিং অফিসার শাহাদাত হোসেন ও পোলিং অফিসার আব্দুল আউয়াল।

মঙ্গলবার সকাল ৯টার দিকে হাতিয়ার চরকিং ইউনিয়নের বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কেন্দ্র দখলের চেষ্টা চালায় আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দিন আহমদ, বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন মুহিনের সমর্থকরা। এ সময় উভয় গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ওই দুই নির্বাচন কর্মকর্তা গুলিবিদ্ধ হন।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিসুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বদিউজ্জামান জানান, “ভোরে কেন্দ্রে আসার পথে দুর্বৃত্তরা সাহাদাত ও আউয়ালকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে স্থানীয়দের সহয়তায় তাদের হাসপাতালে নেওয়া হয়।”

কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে- সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি প্রিজাইডিং অফিসার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.