Sylhet Today 24 PRINT

তনুকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে শাহবাগে সমাবেশ ও মশাল মিছিল

সিলেটটুডে ডেস্ক |  ২৩ মার্চ, ২০১৬

ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থী ও নাট্যকর্মি সোহাগী জাহান তনুর হত্যার প্রতিবাদে সমাবেশ ও মশাল মিছিলের কর্মসূচি দিয়েছে গণজাগরণ মঞ্চ।

"সোহাগী জাহান তনুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গণজাগরণ মঞ্চ বুধবার (২৩ মার্চ) বিকাল ৫ টায় শাহবাগের প্রজন্ম চত্বরে প্রতিবাদ সমাবেশ ও মশাল মিছিল করবে।

গত রবিবার (২০ মার্চ) রাতে কুমিল্লার ময়নামতি সেনানিবাসের অলিপুর এলাকার একটি কালভার্ট থেকে উদ্ধার করা  হয় তনুর মৃতদেহ।

কর্মসূচি ঘোষণা করে এক বিবৃতিতে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, এই মর্মান্তিক ও নৃশংস ঘটনায় গণজাগরণ মঞ্চ বাকরুদ্ধ। গণজাগরণ মঞ্চ এই বর্বর হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছে। একইসাথে দাবি জানাচ্ছে অবিলম্বে ধর্ষণ ও হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য।

ইমরান এইচ সরকার বলেন, "সোহাগী জাহান তনু হত্যার পর ৪৮ ঘন্টার বেশি সময় অতিবাহিত হয়েছে, এখন পর্যন্ত অপরাধীদের গ্রেফতার দূরের কথা প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখিনি। প্রশাসনের এই নির্লিপ্তি একদিকে যেমন ন্যায়বিচারের অন্তরায় তেমনি এই নির্লিপ্তি অপরাধীদের আরো অপরাধ করতে উৎসাহ যোগায়।"

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.