Sylhet Today 24 PRINT

মাদক বিক্রির অভিযোগে এএসআইসহ তিন পুলিশকে গণপিটুনি !

নিউজ ডেস্ক |  ২৪ মার্চ, ২০১৬

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে মাদক বিক্রির অভিযোগে এক এএসআইসহ তিন পুলিশ সদস্যকে আটক করে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে আটক ওই পুলিশ সদস্যদের উদ্ধার করে। এসময় উত্তেজিত এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশের লাঠিচার্জে অন্তত ১০জন আহত হন।

মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার আড়াইহাজার পৌরসভাধীন মুকুন্দি এলাকায় এ ঘটনা ঘটে। গণপিটুনির শিকার পুলিশ সদস্যরা হলেন- এএসআই সালাহউদ্দিন(৩৫), কনস্টেবল আরিফ(২৮) ও রতন মিয়া(৩৮)।

পুলিশের ওপর হামলার অভিযোগে রাতেই এএসআই সালাহউদ্দিন বাদী হয়ে ১৪/১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫০/৬০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।

এদিকে মাদক ব্যবসায়ের সঙ্গে পুলিশের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, মাদক বিক্রির সাথে পুলিশের সদস্যরা জড়িত নন। পুলিশ কুখ্যাত মাদক ব্যবসায়ী ও ডাকাতি মামলার আসামি আবুর বাড়িতে হানা দিলে তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। এসময় তারা আবুকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.