Sylhet Today 24 PRINT

নাট্যকর্মী তনু হত্যা: প্রতিবাদ মুখর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদদাতা  |  ২৪ মার্চ, ২০১৬

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে ধর্ষণ ও হত্যা করার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানের মত প্রতিবার মুখর হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

বৃহস্পতিবার ( ২৪ মার্চ) দুপুরে ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে সাধারণ ছাত্র-ছাত্রীদের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ গ্রহণ এই নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদ করেন।  



প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন, নৃবিজ্ঞান বিভাগের ছাত্র তাসনিমুল হক শাওন, লোক প্রশাসন বিভাগের ছাত্রী ফারিয়া উলফাত সৈয়দ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্রী রতনা সরকার এবং নৃবিজ্ঞান বিভাগের এম এস এস এর ছাত্র আবদুল আজিজ।

বক্তারা বলেন, সেনানিবাসের মত সুরক্ষিত এলাকায় কীভাবে এই বর্বর ঘটনা ঘটল, আমরা রাষ্ট্রের কাছে এই জবাব চাই।
তারা বলেন, হত্যাকারীদের পক্ষে সামাজিক মাধ্যমেও অনেকে সাফাই গাইছে, তারা পর্দার অজুহাত তোলে। তবে তিন বছরের শিশু ধর্ষিত হয় কেন?

সমাজের বিকারগ্রস্ত ধারনা বদলানোর জন্য সামাজিক সচেতনতার পাশাপাশি কঠোর আইন প্রয়োগ করার দাবি জানান শিক্ষার্থীরা।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.