Sylhet Today 24 PRINT

জঙ্গি আস্তানায় বোমা বিস্ফোরণে নিহত ২

নিউজ ডেস্ক |  ০৪ এপ্রিল, ২০১৬

বগুড়ায় শেরপুর উপজেলার গাড়িদহ জওয়ানপুর কুঠিবাড়ি গ্রামে রোববার রাতে একটি বাড়িতে বোমা বিস্ফোরণে দু’জন নিহত হয়েছে। পুলিশ বাড়ির ভেতরে ৮টি বোমা উদ্ধার করেছে।

ঘটনার পর থেকে পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে।

শেরপুর থানার ওসি খান মো. এরফান জানান, ওই গ্রামে জনৈক মাহবুব রহমান শুক্রবার দুই ব্যক্তির কাছে তার বাড়ি ভাড়া দেন । রোববার রাত সাড়ে ৮টার দিকে ওই বাড়িতে একটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে ওই দুই ব্যক্তি আহত হয়।

আহতদের উদ্ধার করে শহীদ জিয়া মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করলে তারা মারা যায়।

ওসি জানান, বাসা ঘিরে রাখা হয়েছে। হয়তো ওই বাড়িতে বোমা তৈরি করা হচ্ছিল।

এলাকাবাসী জানায়, ঢাকায় বসবাসকারী মাহবুব রহমানের ওই বাড়িতে মিজান নামে এক সিএনজিচালক ভাড়া থাকতেন। তিনি চলে যাবার পর গত শুক্রবার অজ্ঞাত দুই ব্যক্তি ভাড়া নেয়।

স্থানীয়দের ধারণা, জঙ্গিরা ওই বাসায় ভাড়া নিয়ে বোমা তৈরিসহ বিভিন্ন নাশকতার কাজ করছিল। এসআই বুলবুল জানান, বাড়িতে ৮টি ককটেল দেখা গেছে। বিস্ফোরক বিশেষজ্ঞ টিম আসার পর ওই বাড়িতে কি আছে তা জানা যাবে।

বগুড়া সিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিএসআই শাহ আলম জানান, বোমা বিস্ফোরণে আহত দুই ব্যক্তিকে রাত সোয়া ১০টায় শজিমেক হাসপাতালে আনা হয়। প্রথমে একজনকে ডাক্তার মৃত ঘোষণা করেন। পরে অপরজনও মারা যান। তাদের পরিচয় পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.