Sylhet Today 24 PRINT

তনু হত্যা: প্রথম ময়নাতদন্ত প্রতিবেদনে ধর্ষণের আলামত নেই

সিলেটটুডে ডেস্ক |  ০৪ এপ্রিল, ২০১৬

প্রথম ময়নাতদন্তের প্রতিবেদনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে ধর্ষণের আলামত পাওয়া যায়নি। ভিসেরা পরীক্ষায় কোনো বিষক্রিয়ার উপস্থিতিও পাওয়া যায়নি।

কবর থেকে লাশ তোলে দ্বিতীয়বার ময়নাতদন্ত করলেও সেই প্রতিবেদন এখনো আসেনি।


কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. কামদা প্রসাদ সাহা এই খবর নিশ্চিত করেছেন।

ডা. কামদা প্রসাদ সাহা জানান, তনুর মরদেহের দ্বিতীয় ময়না তদন্ত প্রতিবেদন এবং প্রথম ময়না তদন্তের পর ঢাকায় প্রেরিত ভিসেরা পরীক্ষার প্রতিবেদন সংশ্লিষ্টদের হতে এসে পৌঁছেছে। সোমবার বিকেল সোয়া ৩টার দিকে তিনি প্রতিবেদন হাতে পান।

তিনি জানান, তনুর মরদেহের দ্বিতীয় ময়না তদন্ত প্রতিবেদনে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি এবং ভিসেরা পরীক্ষায় কোনো বিষক্রিয়ার উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

ময়নাতদন্ত দলের সদস্য ডাঃ করুনা রানী কর্মকার সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, "বিস্তারিত প্রতিবেদন আদালতে জমা দেয়া হবে"। 

গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের এলাকা থেকে
তনুর লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারনা করা হয়েছিল তাকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে।

এই হত্যার ঘটনায় দেশব্যাপী তীব্র আন্দোলন চলছে। মামলা ডিবি থেকে সিআইডি স্থানান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.