Sylhet Today 24 PRINT

নাশকতা বন্ধে গাছে উঠে প্রতিবাদ

রাজনৈতিক অস্থিরতা নিরসনে অভিনব প্রতিবাদ করেছেন এক ব্যক্তি ।

সিলেটটুডে ওয়েব ডেস্ক |  ০২ মার্চ, ২০১৫

রাজনৈতিক অস্থিরতা নিরসনে অভিনব প্রতিবাদ করেছেন এক ব্যক্তি ।  জাতীয় প্রেসক্লাবের সামনে গাছে উঠে ২৪ ঘন্টা বসে থাকার কর্মসূচি দিয়ে বসে আছেন জালাল উদ্দিন মজুমদার নামে এই ব্যক্তি।

নিজেকে দার্শনিক দাবি করা জালালের গাছে উঠে বসে থাকার কয়েকটি ছবি ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে ফেইসবুকে, যা নিয়ে আলোচনাও চলছে।

ছবিতে দেখা যায়- একহাতে হারিকেন নিয়ে গাছে বসে আছেন জালাল উদ্দিন। তার দুপাশে দুটি ব্যানার ঝুলছে।

একটি ব্যানারে লেখা রয়েছে- “মানুষ মাটিতে দাঁড়িয়ে কথা বলার অধিকার হারিয়ে ফেলেছে। তাই গাছে উঠে দাবি আদায়ের কথা বলছি। দাবি আদায় হলে নিচে নেমে আসব।”

অন্যটিতে লেখা- “ক্রসফায়ার, পেট্রোল বোমা, হরতাল, অবরোধ, চিরতরে বন্ধের দাবিতে ২৪ ঘণ্টা গাছের ওপরে অবস্থান।”

জালালের ছবি দেখে সুমন দাস নামে একজন ফেইসবুকে লিখেছেন, “আপনার এই প্রতিবাদ বোঝার মতো মানুষ এদেশে কমই আছে। এটা বুঝতে যে শিক্ষার দরকার, সেটা এদেশে নেই। ধন্যবাদ আপনাকে।”

মাসুম খান নামে একজন বলেন, “আমাদের রাজনীতিবিদ্দের তো লজ্জা হয় না।”

এসকে সাহাব উদ্দিন বলেন, “চাচা ফাটাফাটি একটা কাজ করছে। তবে এই প্রতিবাদ বুঝার মত শিক্ষিত লোক রাজনীতিতে নেই।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনায় নিয়ে অনেকে হাস্যরস করলেও কেউ কেউ বলেছেন লোকটি অন্তত একটা প্রতিক্রিয়া দেখাচ্ছে যা ইতিবাচক ।

 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.