Sylhet Today 24 PRINT

সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

হরতাল অবরোধে বারবার লাইনচ্যুত আর শিডিউল বিপর্যয়ে পড়া ট্রেন দুর্ভোগে আবারও নাকাল হতে যাচ্ছেন যাত্রীরা

সিলেটটুডে ডেস্ক |  ০৫ মার্চ, ২০১৫

ফাইল ছবি

হরতাল অবরোধে বারবার লাইনচ্যুত আর শিডিউল বিপর্যয়ে পড়া ট্রেন দুর্ভোগে আবারও নাকাল হতে যাচ্ছেন যাত্রীরা ।  নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর ট্রেন উপকূল এক্সপ্রেসের ৬টি বগির চাকা বৃহস্পতিবার সকাল পৌণে ১১টার দিকে ব্রাহ্মনবাড়িয়া স্টেশন আউটারের পুনিয়াউট রেলক্রসিং এলাকায় লাইনচ্যূত হলে রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে ফলে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।। একই সাথে চট্টগ্রাম ও নোয়াখালীর সাথেও ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া স্টেশন মাস্টার মহিদুর রহমান জানান, ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে থেমে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার পরপরই এর ছয়টি বগির চাকা লাইনচ্যুত হয়ে দুর্ঘটনা ঘটে। বগিগুলোর চাকা রেলট্র্যাক থেকে নেমে সামান্য হেলে পড়ে। এ সময় দুর্ঘটনা কবলিত বগির যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়ে। সকাল সাড়ে ১১টা থেকে স্থানীয়ভাবে উদ্ধার কাজ শুরু হয়েছে।

ট্রেন যাত্রী আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহনেওয়াজ খান জানান, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছাড়ার পর ট্রেনটি খুব ধীর গতিতে চলছিল। এরই মধ্যে শব্দ করে ট্রেনটি থেমে যায়। এ সময় অনেকে লাফিয়ে পড়লেও কেউ হতাহত হয়নি।

আখাউড়া রেলওয়ে জংশনের লোকোশেড ইনচার্জ মো. মহসীন উদ্দিন ভূঁইয়া জানান, দুর্ঘটনার খবর তারা পেয়েছেন। উদ্ধারকারী ট্রেন ব্রাহ্মনবাড়িয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। উদ্ধার কাজে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.