Sylhet Today 24 PRINT

জুলহাজ-তনয় হত্যা: আনসার আল ইসলামের দায় স্বীকার

সিলেটটুডে ডেস্ক |  ২৬ এপ্রিল, ২০১৬

রাজধানীর কলাবাগানে জুলহাস মান্নান ও মাহবুব তনয়কে হত্যার দায় স্বীকার করেছে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশের (একিআইএস) কথিত বাংলাদেশ শাখা ‘আনসার আল ইসলাম’।

আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে আনসার আল ইসলামের নামে খোলা টুইটার অ্যাকাউন্ট থেকে এই দায় স্বীকারের বার্তা প্রচার করা হয়।

বাংলা ও ইংরেজিতে দেওয়া টুইট বার্তায় আনসার আল ইসলামের ‘দুঃসাহসী মুজাহিদীনরা’ সমকামীদের গুপ্ত সংগঠন রূপবানের পরিচালক জুলহাস মান্নান ও তার বন্ধু সামির মাহবুব তনয়কে হত্যা করেছে।

এর আগে সোমবার বিকেল ৫টার দিকে লেক সার্কাস এলাকায় পার্সেল দেয়ার কথা বলে বাসায় ঢুকে কুপিয়ে খুন করা হয় ইউএসএআইডির কর্মসূচি কর্মকর্তা জুলহাজ (৩৫) ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয়কে (২৬)। এতে আহত হয়েছেন আরো তিনজন।

প্রসঙ্গত, সোমবার (২৫ এপ্রিল) শেষ বিকেলে রাজধানীর কলাবাগান এলাকায় নিজ বাসায় খুন হন সমকামী ও তৃতীয় লিঙ্গের অধিকার বিষয়ক পত্রিকা 'রূপবান' এর সম্পাদক জুলহাজ মান্নান ও তাঁর বন্ধু মাহমুব তনয়। খুন করে চলে যাওয়ার সময় খুনিরা "আল্লাহু আকবর" বলতে বলতে চলে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.