Sylhet Today 24 PRINT

সুন্দরবনে আগুন দেওয়ার ঘটনায় আটক ৪

সিলেটটুডে ডেস্ক |  ০১ মে, ২০১৬

সুন্দরবনে আগুন দেওয়ার অভিযোগে সন্দেহভাজন চার ব্যক্তিকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

রোববার (১ মে) দুপুরে বাগেরহাটের শরণখোলা উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন উত্তর রাজাপুর গ্রামের রুস্তুম হাওলাদার (৫০), পশ্চিম রাজাপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে নজরুল ইসলাম (৩২), একই গ্রামের ইসাহাক হাওলাদার (৫০) ও সুলতান হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার (২২)।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম ফরাজি জানান, সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলি ফরেস্ট ক্যাম্প এলাকায় আগুন লাগার ঘটনায় ১৯ এপ্রিল শরণখোলা থানায় মামলা করা হয়। বন বিভাগের ধানসাগর স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে নয়/১০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

তিনি আরো জানান, সুন্দরবনে আগুন লাগানোর ঘটনায় জড়িত সন্দেহে ওই চারজনকে আটক করা হয়েছে। তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে ২৯ এপ্রিল একই অভিযোগে খলিলুর রহমান হাওলাদার নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। এনিয়ে সুন্দরবনে আগুন দেওয়ার অভিযোগে পাঁচজনকে আটক করা হলো। 

উল্লেখ্য,সুন্দরবনের গহীনে ধানসাগর স্টেশনের তুলাতলায় গত বুধবার বিকালে লাগা আগুনে এখন পর্যন্ত পুড়ে গেছে সাড়ে তিন একর বনভূমি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.