Sylhet Today 24 PRINT

সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার

নিউজ ডেস্ক |  ০৫ মে, ২০১৬

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর রায় পুনর্বিবেচনার আবেদনের আদেশকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নিজামীর রায় পুনর্বিবেচনার আবেদনের বিষয়ে আজ বৃহস্পতিবার আদেশ দেবেন দেশের সর্বোচ্চ আদালত।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে গত মঙ্গলবার নিজামীর রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি শেষ হয়। পরে আপিল বিভাগ আদেশের জন্য ৫ মে দিন ধার্য করেন। এই বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

রায় ঘোষণাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সুপ্রিম কোর্টের বিভিন্ন প্রবেশপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। সুপ্রিম কোর্টের ভেতরে প্রবেশের ক্ষেত্রে সবার পরিচয় নিশ্চিত করছেন তাঁরা। পাশাপাশি তল্লাশিও চালানো হচ্ছে।

একই কারণে রাজধানীজুড়েও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মারুফ হোসেন সরদার জানিয়েছেন, নিজামীর রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানী রাস্তায় রাস্তায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। বিভিন্ন সড়কে নিরাপত্তাচৌকি বসিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশির পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.